রাজ্য বিভাগে ফিরে যান

WBJEE-এর ফলপ্রকাশ, প্রথম, দ্বিতীয় স্থানে কলকাতার পড়ুয়ারা

May 26, 2023 | < 1 min read

WBJEE-এর ফলপ্রকাশ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রকাশিত হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ২০২৩-এর ফলাফল। চলতি বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ৩০ এপ্রিল, পরীক্ষার ২৬ দিনের মাথায় প্রকাশিত হল ফল। চলতি বছরে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য ফর্ম ফিলআপ করেছিলেন ১,২৪,৯১৯ জন পড়ুয়া। পরীক্ষায় বসেন ৯৭,৫২৪ জন। পাশ করেছেন ৯৬,৯১৪ জন। পাশের হার ৯৯.৪ শতাংশ।

জয়েন্ট এন্ট্রান্সে প্রথম হয়েছেন দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের, মহম্মদ সাহিল আখতার। দ্বিতীয় হয়েছেন সোহম দাস। সেও ওই একই স্কুলের ছাত্র। তৃতীয় স্থানে রয়েছেন বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সারা মুখোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#wbjee 2023 results, #West Bengal, #WBJEE, #wbjee 2023

আরো দেখুন