কলকাতা বিভাগে ফিরে যান

১০০ দিনের কাজের টাকা বন্ধ কেন? ২০ জুনের মধ্যে কেন্দ্রকে তলব হাই কোর্টের

June 6, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি:১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র,  প্রাপ্য পাননি হাজার হাজার শ্রমিক।  রাজ্যসরকার এই অভিযোগ বহু বার্করে এসেছে। এমনকি, গরীবের টাকা আটকে রেখেছে বলেও অভিযোগ করেছেন বাংলার  মুখ্যমন্ত্রী। এ বার কলকাতা হাই কোর্ট  মোদী সরকারের কাছে জানতে চাইল, কেন এই টাকা বন্ধ করা হয়েছে? এ ব্যাপারে কেন্দ্রকে রিপোর্ট-সহ জবাব দেওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।

 গত কয়েক মাস ধরে সেই টাকা দেওয়া বন্ধ হয়ে গিয়েছে ১০০ দিনের কাজের টাকা । এই অভিযোগে কলকাতা হাই কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে  জনস্বার্থ মামলা করেছিল পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতি। আজ মঙ্গলবার  প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হয়। বলা হয় যে, কেন্দ্রকে বলা হয়েছে, আগামী ১৪ দিনের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট কলকাতা হাই কোর্টে জমা দিতে হবে। তার এক সপ্তাহের মধ্যে রাজ্য নিজেদের বক্তব্য হলফনামার আকারে জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #100 days Work, #calcutta high court

আরো দেখুন