← দেশ বিভাগে ফিরে যান

ওড়িশার ব্রহ্মপুরে সেকেন্দ্রাবাদ-আগরতলা এক্সপ্রেসে আগুন, আতঙ্ক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার আগুন লাগল ওড়িশার ব্রহ্মপুর স্টেশনে সেকেন্দ্রাবাদ-আগরতলা এক্সপ্রেসে।ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, মঙ্গলবার সেকেন্দ্রাবাদ-আগরতলা এক্সপ্রেসের ট্রেনের বি-৫ বগিতে আগুন লাগে। ধোঁয়া চোখে পড়ার পর ট্রেনের যাত্রীদের ওড়িশার ব্রহ্মপুর স্টেশনে নামতে বলা হয়। বহরমপুর রেলস্টেশনে ট্রেন থামলে এসি কোচ থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা।
রেলওয়ের কর্মকর্তারা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। পৌঁছান দমকলের কর্মীরাও। ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।