কলকাতা বিভাগে ফিরে যান

শিক্ষা পণ্য না, বেসরকারি স্কুলের অস্বাভাবিক ফি বৃদ্ধি নিয়ে কড়া হাইকোর্ট

June 6, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বেসরকারি স্কুলের অস্বাভাবিক ফি বৃদ্ধি নিয়ে কড়া হাইকোর্ট। এর আগে সিবিএসই জানিয়েছিল স্কুলের ফি বৃদ্ধির সিদ্ধান্ত নেবে রাজ্য, স্কুল নয়।

এব্যাপারে মহামান্য আদালতের বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য ‘ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা বিক্রয়যোগ্য পণ্য হতে পারে না, ইচ্ছেমতো টাকায় শিক্ষা বিক্রি হতে পারে না, বেসরকারি স্কুল যেমন খুশি টাকায় শিক্ষা বিক্রি করতে পারে না’।

তাঁর পর্যবেক্ষণ ‘বেসরকারি স্কুলগুলোর উপর রাজ্যের নিয়ন্ত্রণ থাকা জরুরি। এটা ঠিক যে বেসরকারি স্কুলের বেতন কাঠামো রাজ্য ঠিক করতে পারে না। কিন্তু কোথাও বলা নেই যে বেসরকারি স্কুলের উপর রাজ্যের কোনও নিয়ন্ত্রণ থাকবে না। ২০১২ সালের আইন বলছে রাজ্যের সায় থাকতে হবে’।

TwitterFacebookWhatsAppEmailShare

#private schools, #calcutta high court, #fees

আরো দেখুন