আসছে মাসুম: দ্য নিউ জেনারেশন,সিক্যুয়েল বানাচ্ছেন শেখর কাপুরই
June 6, 2023 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আশির দশকের জনপ্রিয় সিনেমা মাসুমের সিক্যুয়েল বানাচ্ছেন খ্যাতনামা সিনেমা পরিচালক শেখর কাপুর? কান পাতলেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে বলিউডে। শোনা যাচ্ছে, এই সিক্যুয়েলের নাম হতে চলেছে মাসুম: দ্য নিউ জেনারেশন। কারা সেই ছবিতে অভিনয় করবেন, এই নিয়ে এখনো কোনও চর্চা অবশ্য শুরু হয়নি।
১৯৮৩ সালে শেখর কাপুর মাসুম বানিয়েই পদার্পন করছিলেন বলিউডে। নাসিরুদ্দিন শাহ ,শাবানা আজমি ও যুগল হংসরাজ সহ অনেকের অভিনয় আকৃষ্ট করেছিল দর্শকদের। এর পর শেখর বানান মিস্টার ইন্ডিয়ার মতো ছবিও।