হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

ধ্বংসের পথে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, GST-এর প্যাঁচে ফিরল ‘লাইসেন্স রাজের’ যুগ?

June 6, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রাক উদার অর্থনীতির যুগ ছিল লাইসেন্স রাজের যুগ, যেকোনও ব্যবসার লাইসেন্স পাওয়া বা না পাওয়া নির্ভর করত ইনসপেক্টরদের ইচ্ছের উপর। এখানেই জাঁকিয়ে বসেছিল দুর্নীতি। মনমোহন সিংয়ের উদার অর্থনীতি লাইসেন্স রাজের অবসান ঘটিয়েছিল। এরপর মোদী আমলে শুরু হয় জিএসটি। দাবি করা হয়েছিল, ট্যাক্স সংক্রান্ত যাবতীয় জটিলতার অবসান করবে পণ্য-পরিষেবা কর। কিন্তু আর্থিক বিশেষজ্ঞরা মনে করেন, জিএসটির প্রয়োগ প্রক্রিয়ার গলদ ছিল, এই গলদের কারণেই এহেন করকাঠামো ব্যবসায়ীদের কাছে গত ৬ বছর ধরেই সমালোচিত হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পসংস্থার ক্ষেত্রে ফের পরোক্ষভাবে লাইসেন্স রাজ ফিরে আসছে।

ভুয়ো জিএসটি বিল, ভুয়ো ইনভয়েস, জিএসটি ফাঁকি, পাশাপাশি সংস্থা না থাকা সত্ত্বেও প্রতারণা করে সরকারের থেকে ইনপুট ট্যাক্স আদায়ের মতো অজস্র অভিযোগ নিয়ে নাজেহাল জিএসটি কর্তৃপক্ষ। জিএসটি ফাঁকি ঠেকাতে প্রতারক ব্যবসায়ীদের পাকড়াও করতে দুমাস ধরে অভিযান চালাচ্ছে তারা। ১৬ মে থেকে ১৫ জুলাই চলছে অভিযান। এই অভিযান ঘিরে দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মধ্যে প্রবল ক্ষোভের সঞ্চার হয়েছে। বিভিন্ন বণিক সংগঠনের অভিযোগ, জিএসটি ইনসপেক্টররা সামান্য অনিয়ম বা ভুলেই লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিচ্ছেন, এতে ব্যবসার ক্ষতি হচ্ছে। ২০১৬ সালের নোট বাতিল আর ২০১৭-র জিএসটির জোড়া ধাক্কায় অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। ক্রমশ সঙ্কট বাড়ছে। বেনিয়ম নয়, পদ্ধতিগত সামান্যতম ত্রুটিকে ফুলিয়ে ফাঁপিয়ে পরিবেশন করে, জিএসটি ফাঁকির অপরাধ হিসেবে দেখানো হচ্ছে। ইতিমধ্যেই প্রায় হাজারের বেশি এমন অভিযোগ জমা পড়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#License, #Small and medium businesses, #GST

আরো দেখুন