WTC Final 2023: একনজরে দেখে নিন ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের খুঁটিনাটি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৭ জুন শুরু হবে ভারত এবং অস্ট্রেলিয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা দখলের লড়াই। ২০২১-২৩ অস্ট্রেলিয়া ১৯ টেস্টে ৬৬.৬৭ পয়েন্ট শতাংশ (PCT) নিয়ে WTC পয়েন্ট টেবিলের শীর্ষে, যেখানে ভারতের পয়েন্ট শতাংশ ৫৮.৮।
এই নিয়ে টানা দ্বিতীয় বার ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। WTC ফাইনাল নিয়ে স্বাভাবিক ভাবেই তৈরি হয়েছে অনেক উৎসাহ।
একনজরে দেখে নিন বিশ্ব টেস্ট ফাইনাল ম্যাচের খুঁটিনাটি

কোন বল ব্যবহার করা হবে?
খেলা হবে গ্রেড ১ ডিউক বলে।
ফাইনাল কতদিন হবে?
ফাইনাল ২০২৩, ৭ থেকে ১২ জুন।
ফাইনাল কোথায় হবে?
ইংল্যান্ডের লন্ডনের কেনিংটন ওভাল স্টেডিয়ামে
ক’টায় শুরু হবে ম্যাচ?
ভারতীয় সময় বিকাল সাড়ে ৩টায় (স্থানীয় সময় ১১টা)।

ফাইনালের জন্য কি কোনো রিজার্ভ ডে থাকবে?
হ্যাঁ, ১২ জুন একটি রিজার্ভ ডে থাকবে।
ভারতে কোথায় এই ম্যাচ দেখা যাবে?
স্টার স্পোর্টসে লাইভ দেখানো হবে এবং ডিজনি+হটস্টারে লাইভ স্ট্রিমে দেখা যাবে।