ফুডকাই যখন খাবার! লেপার্ডের থাবা ফুডকার মুখে… তারপর?
June 13, 2023 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জঙ্গলে বেড়াতে গিয়ে বিপত্তি! লেপার্ডের থাবার কবলে প্রখ্যাত লেখক, ফুড ব্লগার, ইউটিউবার ইন্দ্রজিৎ লাহিড়ী ওরফে ফুডকা। তিনি নিজেই সমাজ মাধ্যমে জানালেন বিপত্তির কথা।
জঙ্গলে ছুটি কাটাতে গিয়ে বনাঞ্চলের কোর এলাকার একটি ফরেস্ট রেস্ট হাউজে উঠেছিলেন তিনি। একাই ছিলেন, হঠাৎ করেই সন্ধ্যায় লেপার্ড এসে হাজির হয় সেখানে। তাঁকে আক্রমণ করে এবং আঁচড় দেয়। কোনওক্রমে রক্ষা পেয়েছেন তিনি। ফেসবুক পোস্টে ফুডকা জানান, তিনি কলকাতায় ফিরেছেন, টিকাকরণ চলছে তাঁর