গৃহশিক্ষকদের তাচ্ছিল্য! ভাইরাল ফোন রেকর্ডিং-এর সূত্রে কি এডটেক জায়ান্ট সংস্থা?
June 24, 2023 | < 1min read
ভাইরাল ফোন রেকর্ডিং-এর সূত্রে কি এডটেক জায়ান্ট সংস্থা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গতকাল থেকে হঠাৎ এক কল রেকর্ডিং ভাইরাল হয়েছে। সেই কল রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে একটি পুরুষ কণ্ঠ এবং একটি মহিলাকণ্ঠের কথোপকথন। পুরুষ কণ্ঠে সমস্ত গৃহশিক্ষকদের উদ্দেশ্যে অপমানজনক কথা বলা হয়েছে। ভাইরাল এই কল রেকর্ডিং এ এডটেক জায়ান্ট সংস্থা Byju-এর নাম উঠে আসছে। আন্দাজ করা হচ্ছে, পুরুষকণ্ঠটি বাইজুস-এর হয়ে ফের অপরদিকে থাকা মহিলাকে প্রভাবিত করে কিছু বিক্রি করার চেষ্টা চালাচ্ছে।
শুনে নিন সেই ভাইরাল কল রেকর্ডিং:
এই কল রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেনি টিম দৃষ্টিভঙ্গি ।