← খেলা বিভাগে ফিরে যান

এবার কেরালা ব্লাস্টার্সের জার্সিতে দেখাবেন এই ডিফেন্ডারকে।
ISL জয়ী কোন অধিনায়ককে বিদায় জানাল সবুজ-মেরুন? জেনে নিন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রীতম কোটালকে বিদায় জানাল মোহনবাগান। বিগত মরশুমে আইএসএল জয়ী অধিনায়ক তথা তারকা ডিফেন্ডার প্রীতম কোটালকে ছেড়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। এবার কেরালা ব্লাস্টার্সের জার্সিতে দেখা যাবে এই ডিফেন্ডারকে।
২১ জুলাই কোচির উদ্দেশ্যে রওনা দেবেন প্রীতম, যোগ দেবেন কেরালা ব্লাস্টার্সের প্রস্তুতি শিবিরে।