দেশ বিভাগে ফিরে যান

মণিপুর ইস্যুতে চাপে পড়ে ‘INDIA’-কে আক্রমণ প্রধানমন্ত্রীর, জবাব বিরোধীদের

July 25, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বেঙ্গালুরুতে দেশের বিজেপি বিরোধী দলগুলির বৈঠকে তৈরি হয় INDIA। ইউপিএ জোটের বদলে এখন নতুন মঞ্চ INDIA –তে সঙ্গবদ্ধ বিরোধী দলগুলি। প্রথম থেকেই নানাভাবে INDIA-কে কটাক্ষ করছে বিজেপি। মঙ্গলবার সেই সব সীমা অতিক্রম করে নজিরবিহীনভাবে INDIA-কে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন এনডিএ-র সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী জোট ‘ইন্ডিয়া’-কে তীব্র কটাক্ষ করে বলেন, যে কেউ যা ইচ্ছে নাম নিতে পারে। সন্ত্রাসবাদী সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের নামেও ইন্ডিয়া রয়েছে, আবার ইন্ডিয়ান পিপলস ফ্রন্টেও ইন্ডিয়া রয়েছে।

মোদীর এই মন্তব্যের জেরে মঙ্গলবার সংসদে প্রতিবাদ জানান বিরোধী সাংসদেরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের দাবি, প্রধানমন্ত্রীর এমন মন্তব্য তাঁর ‘আতঙ্কের বহিঃপ্রকাশ’। মঙ্গলবার বিকালে রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে দেখা করার পর মোদীর মন্তব্য নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মমতা বলেন,”আমার মনে হয় ইন্ডিয়া নামটা ওনার পছন্দ হয়েছে। গ্রহণ করেছেন। মানুষও গ্রহণ করেছে। আসলে তোমরা (সাংবাদিকরা) বারবার প্রশ্ন করো, ওনাকে তো কিছু বলতে হবে। তাই হয়তো বলেছেন।

মোদীর এই মন্তব্যের জেরে মঙ্গলবার সংসদে প্রতিবাদ জানান বিরোধী সাংসদেরা। তাঁদের দাবি, প্রধানমন্ত্রীর এমন মন্তব্য তাঁর ‘আতঙ্কের বহিঃপ্রকাশ’। কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে বলেন, ‘‘পটনা এবং বেঙ্গালুরুতে আমাদের সফল বৈঠক দেখে প্রধানমন্ত্রী চাপে পড়ে গিয়েছেন। তাই এমন ভিত্তিহীন অভিযোগ করছেন।’’ তৃণমূলের রাজ্যসভা নেতা ডেরেক ও’ব্রায়েনের মন্তব্য, ‘‘সংসদের অধিবেশন চলছে। প্রধানমন্ত্রীর যা বলার, তা তিনি তো অধিবেশনে এসেই বলতে পারেন। আমরা চার দিন ধরে তাঁর জন্য অপেক্ষা করছি। কিন্তু তিনি অধিবেশনে এসে মুখ খুলছেন না।’’

মঙ্গলবার দুপুরে টুইটারে তিনি লিখেছেন, ‘‘শ্রীযুক্ত মোদী, আপনি যে নামেই আমাদের ডাকুন, আমরা ‘ইন্ডিয়া’। আমরা মণিপুরের ক্ষত প্রশমণ করতে, প্রত্যেক মহিলা এবং শিশুর চোখের জল মোছাতে সহায়তা করব। আমরা মানুষের মধ্যে শান্তি এবং ভালবাসা ফিরিয়ে আনব। আমরা মণিপুরে ভারতীয়ত্বের চেতনা পুনর্নির্মাণ করব।’’

প্রধানমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে সরব হয়েছে তৃণমূলও। দলের তরফে বিবৃতি জারি করে বলা হয়, “আসলে মণিপুর পরিস্থিতি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে তাই বিরোধী জোটকে জঙ্গিদের সঙ্গে তুলনা করে মুখ বাঁচাতে চাইছেন। একটি গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রীর মুখে এমন মন্তব্য অবিশ্বাস্য। দেশের মানুষ ও আদর্শকে অপমান করা হয়েছে এহেন মন্তব্যে। প্রধানমন্ত্রীর কথার তীব্র নিন্দা করছি আমরা।” তৃণমূলের তরফে টুইট করে বলা হয়, মণিপুর নিয়ে উত্তর চায় INDIA। না পালিয়ে সংসদে মুখ খুলতে হবে প্রধানমন্ত্রীকে।

ঐক্যবদ্ধ বিরোধী জোট যে মোদী সরকারকে চেপে ধরেছে তা দৃশ্যত দেখা যাচ্ছে। এও দেখা যাচ্ছে, একের সমস্যা নিয়ে অন্য ঝাঁপিয়ে পড়ছে। বা কংগ্রেসের বক্তব্য টুইট করছে তৃণমূল। আর তৃণমূলের কথা ছড়িয়ে দিচ্ছে কংগ্রেস। বামেরা তৃণমূলের সংস্পর্শে আপাতভাবে না থাকলেও মোদী বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায় আর সীতারাম ইয়েচুরির কথার সুরে ফারাক থাকছে না। পর্যবেক্ষকদের অনেকের মতে, এহেন পরিস্থিতিতে শাসক জোটকে ভোকাল টনিক দিতেই এদিন বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী। কারণ, শুধু বিরোধীরা নয়, মণিপুরের পরিস্থিতি নিয়ে গোটা দেশের মানুষ অসন্তুষ্ট। ক্রমশ প্রতিষ্ঠান বিরোধিতা তীব্র হচ্ছে সরকারের বিরুদ্ধে। তাই বিরোধী জোটকে মোকাবিলা করার জন্য আদা জল খেয়ে নামতে বলেছেন প্রধানমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #PM Modi, #opposition alliance, #Manipur Issue

আরো দেখুন