প্রযুক্তি বিভাগে ফিরে যান

JIOBOOK লঞ্চ আর ল্যাপটপ আমদানিতে নিষেধাজ্ঞা কি সমাপতন? খোঁচা সমাজমাধ্যমে

August 5, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোনার কেল্লায় ফেলুদার টেলিপ্যাথি নিয়ে উদাহরণ মনে আছে? অথবা সমাপতন বা কোইনসিডেন্স? সমাজমাধ্যমে নেটিজেনদের রসিকতা বলছে এরকমই সমাপতন ঘটেছে কেন্দ্রীয় সরকারের ল্যাপটপ, পার্সোনাল কম্পিউটার, ট্যাবলেটের আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা নিয়ে। কারণ ১ আগস্ট মুকে আম্বানীর জিও তাদের নতুন ল্যাপটপ জিওবুক লঞ্চ করেছে জড় দাম ১৬,৪৯৯ টাকা। আর ৩ আগস্ট জারী হল কেন্দ্রের এই নিষেধাজ্ঞা।

স্বাভাবিকভাবেই নেটিজেনরা সরকারকে খোঁচা দিতে ছাড়েনি। তবে এই খোঁচায় কতটা সত্য, সেটাও বিবেচ্য, কারণ শোনা যাচ্ছে এই জিওবুকও নাকি চীনে তৈরী!

ল্যাপটপ, পার্সোনাল কম্পিউটার, ট্যাবলেটের আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করল মোদী সরকার। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে ‘অবিলম্বে’ এই নির্দেশ কার্যকর করতে হবে। পাশাপাশি এও জানানো হয়েছে যে, শুধুমাত্র ‘বৈধ লাইসেন্স’ থাকলে তবেই মিলবে অনুমোদন।

ল্যাপটপ,কম্পিউটার, ট্যাবলেটের মতো পণ্যের আমদানিতে নিয়ন্ত্রণ ও শর্তসাপেক্ষ নিষেধাজ্ঞা জারি হওয়ায় আগামীদিনে এসব পণ্যের দাম এনেকটাই বাড়বে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল ।

তবে এই নিয়মের ব্যতিক্রম হিসেবে বলা হয়েছে, Baggage Rules অর্থাৎ, বিমানযাত্রার সময়ে কাস্টমস দ্বারা চেক করা ‘ব্যাগেজ’-এর পণ্যের ক্ষেত্রে এই নির্দেশিকায় ছাড় দেওয়া হয়েছে। এক্ষেত্রে অবশ্য আমদানি শুল্কেরও কোনও পরিবর্তন করা হবে না।.

TwitterFacebookWhatsAppEmailShare

#Ambani, #laptop, #Jiobook

আরো দেখুন