দেশ বিভাগে ফিরে যান

আগস্টে গোটা দেশে বৃষ্টিঘাটতি! এল নিনোই কি কারণ?

August 30, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগস্ট মাসে বৃষ্টির কারণে, দক্ষিণবঙ্গসহ পূর্ব ভারতে বৃষ্টির ঘাটতি কিছুটা কমেছে। যদিও দেশের বেশিরভাগ অংশে আগস্ট মাসে বৃষ্টির পরিমাণ কমেছে, যার জেরে উদ্বিগ্ন আবহাওয়াবিদরা। দেশে জুলাই মাস অবধি, স্বাভাবিক গড়ের চেয়ে ১৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছিল। কিন্তু আগস্টে এখনও অবধি, গোটা দেশে স্বাভাবিকের তুলনায় ৯ শতাংশ কম বৃষ্টি হয়েছে। কেবল আগস্টেই গোটা দেশে বৃষ্টির ঘাটতি ৩০ শতাংশ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানাচ্ছেন, আগস্টে এল নিনো আরও সক্রিয় হয়েছে। এল নিনো আগামী কয়েকমাস আরও সক্রিয় থাকবে। উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের জলের তাপমাত্রা বৃদ্ধি পেলে এল নিনো পরিস্থিতির সৃষ্টি হয়। ভারতসহ কয়েকটি দেশে বৃষ্টির পরিমাণের উপর এল নিনোর নেতিবাচক প্রভাবের আশঙ্কা থাকে। সেটাই হয়েছে, এমনই মনে করছেন আবহাওয়াবিদ।

আবহাওয়াবিদরা বলছেন, ২০১৫ সালের পর থেকে শেষ আট বছরে দেশে আগস্টে এত কম বৃষ্টি হয়নি। সেপ্টেম্বরেও পরিস্থিতির বদল হবে না বলেই আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আগস্ট ও সেপ্টেম্বরের বৃষ্টির পরিমাণের উপর খরিফ ও রবি মরশুমে চাষ নির্ভর করে। এল নিনোর জেরে দেশে বৃষ্টি কম হলে, ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন কম যেতে পারে, শঙ্কিত মোদী সরকার। ফলন কম হলে, তার প্রভাব সরাসরি বাজারে গিয়ে পড়বে। আগামী বছর লোকসভার ভোট, তার আগে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি চাইছে না মোদী সরকার। এল নিনোর প্রভাবে বৃষ্টি কমলে ফসলের উৎপাদন হ্রাসের আশঙ্কা থাকে। সেই কারণে পুরোপুরি চাল রপ্তানি বন্ধ করেছে মোদী সরকার। প্রসঙ্গত, গম রপ্তানি আগেই নিষিদ্ধ হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#rainfall, #El nino, #shortage of rainfall, #India

আরো দেখুন