নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ভোররাতে সামাজিক মাধ্যমে ইসরো জানিয়েছে ভারতীয় সময় ৩ টে নাগাদ দ্বিতীয় কক্ষ পথে প্রবেশ করেছে Aditya-L1 Mission। দ্বিতীয় কক্ষ পথের ক্ষেত্রটির পরিধি ২৮২ কিমি X ৪০২২৫ কিমি। ইসরোর আইএসটিআরসি এই কাজটি সফল ভাবে সম্পন্ন করেছে।
Aditya-L1 Mission: The second Earth-bound maneuvre (EBN#2) is performed successfully from ISTRAC, Bengaluru.
ISTRAC/ISRO's ground stations at Mauritius, Bengaluru and Port Blair tracked the satellite during this operation.
ইসরো জানাল Aditya-L1 Mission কে তৃতীয় কক্ষ পথ ইবিএন-৩ তে স্থাপন করা হবে ১০ই সেপ্টেম্বর নাগাদ। তারা আরও জানাচ্ছে এল- ১ পয়েন্ট থেকে আদিত্য এল- ১ মহাকাশযানটি কোনও বাধা প্রাপ্ত না হয়ে সূর্যকে পর্যবেক্ষণ করতে পারবে।
মনে করা হচ্ছে ১২৭ দিন পর এল ১ পয়েন্টে পৌঁছতে পারবে আদিত্য। এটিই ভারতের প্রথম সৌরাভিযান। এটার মধ্যেই আছে ৭টি পে লোড। এই পে লোড গুলো তৈরি করেছে ইসরো যা সূর্যের ফটোস্ফিয়ার, ক্রমোস্ফিয়ার এবং বাইরের স্তর করোনা পর্যবেক্ষণ করবে এবং গুরুত্বপূর্ণ তথ্য পাঠাবে ইসরোকে।
২৫ নভেম্বর, শনিবার দেশের ১ লক্ষ ৬০ হাজার ‘আয়ুষ্মান ভারত-হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার’ তথা সুস্বাস্থ্য কেন্দ্রের নাম পাল্টাতে দেশের সব রাজ্যকে চিঠি পাঠিয়েছে মোদী সরকার