খেলা বিভাগে ফিরে যান

রবিবার ভারত-পাক দ্বৈরথ বৃষ্টিতে মাটি হলে কী হবে?

September 9, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এশিয়া কাপে দাপট দেখাচ্ছেন বরুণ দেব, কমবেশি প্রায় প্রতি ম্যাচেই বৃষ্টি বিঘ্ন ঘটাচ্ছে। গ্ৰুপ পর্যায়ে বৃষ্টির জন্য ভারত-পাক দ্বৈরথ উপভোগ করতে পারেননি ক্রিকেটপ্রেমীরা। এবার সুপার ফোরে আগামী রবিবার মুখোমুখি হতে চলেছে দুই দেশ। কিন্তু ১০ সেপ্টেম্বরের ম্যাচেও যদি বৃষ্টি ভিলেন হয়ে দাঁড়ায়, তবে কী হবে?

শ্রীলঙ্কার আবহাওয়ার পরিস্থিতির কথা মাথায় রেখেই শুক্রবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ভারত ও পাকিস্তান ম্যাচের জন্য একটি অতিরিক্ত দিন (রিজার্ভ ডে) রাখার সিদ্ধান্ত নিয়েছে, ১০ সেপ্টেম্বর খেলা বৃষ্টির কারণে বাতিল হলে, পরদিন খেলা হবে। তবে শ্রীলঙ্কায় সুপার ফোর-এর অন্য কোনও ম্যাচের জন্য রিজার্ভ ডে থাকবে না। এই মর্মে এসিসি তরফে বিবৃতিও জারি করা হয়েছে। উল্লেখ্য, রবিবারের ম্যাচটি কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, বৃষ্টির কথা মাথা রেখেই এশিয়া কাপ ফাইনালেও একটি রিজার্ভ ডে রাখা হচ্ছে। ১৭ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনাল হওয়ার কথা। ওই দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসিসি জানিয়েছে, টিকিট রেখে দিলে দর্শকরা রিজার্ভ ডে-তেও ওই টিকিটে ম্যাচ দেখতে পারবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cricket, #Rain, #India Vs Pakistan, #Asia Cup 2023

আরো দেখুন