মৃত্যুপুরী ভূমিকম্প বিধ্বস্ত মরক্কো, এখনও বাড়ছে মৃতের সংখ্যা
September 10, 2023 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার রাতে মারাত্মক ভূমিকম্পে কেঁপে উঠেছিল মরক্কো। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যাচ্ছে, সে’দেশের প্রায় ১০৩৭ জনের মৃত্যু হয়েছে। যদিও কয়েকটি সংবাদপত্রের দাবি মৃতের সংখ্যা দু’হাজারের বেশি। আহতের সংখ্যা দু’হাজার ছাড়িয়েছে। তাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চলছে জোর কদমে।
শুক্রবার রাত ১১টা ১১ নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়। মারাকাস থেকে ৭০ কিমি দক্ষিণে অবস্থিত ইগহিল ছিল ভূমিকম্পের উৎস।উৎসস্থল ছিল মাটি থেকে ১৮ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৮। ১৯ মিনিট পরে ফের একটি আফটার শকও হয়।