বাঙালি জাতীয়তাবাদী হকারদের তোলা নিয়ে হাওড়া রণক্ষেত্র, RPF-এর লাঠিচার্জ
September 16, 2023 | < 1min read
হকারদের তোলা নিয়ে হাওড়া স্টেশন চত্বরে প্রতিবাদ জাতীয় বাংলা সম্মেলন-এর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গতকাল রাতে হাওড়া স্টেশন চত্বরে আবার স্টল ভাঙার পর শনিবার পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন জাতীয় বাংলা সম্মেলন-এর হকাররা। এর পরই রেল পুলিশ হাওড়া স্টেশনে হকারদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে। সূত্র মারফত জানা গেছে জাতীয় বাংলা সম্মেলন-এর বেশ কিছু নেতা গ্রেপ্তার হয়েছেন। তার প্রতিবাদে হাওড়া DRM বাইরে আন্দোলন চালাচ্ছে জাতীয় বাংলা সম্মেলন-এর সদস্যরা।
সূত্রের খবর জাতীয় বাংলা সম্মেলন-এর সদস্য দেবারতি সরকার ও হিমাদ্রী বটব্যাল কে গ্রেপ্তার করে কোথায় নিয়ে গেছে জানা যাচ্ছে না। গ্রেপ্তার করা হয়েছে সংগঠনের নেতা সিদ্ধব্রত দাসকেও।
জাতীয় বাংলা সম্মেলন প্রশ্ন তুলেছে, কেন এই মাটির গরীব মানুষগুলো রেলে হকারি করতে পারবে না। তাদের বক্তব্য, হকারি বৈধ পেশা! তা শুধু রেলে অবৈধ হবে কেন? অবিলম্বে রেল হকারদের আইনী স্বীকৃতি দিতে হবে।