রাজ্য বিভাগে ফিরে যান

বাইচ প্রতিযোগিতায় মেতে উঠল মালঞ্চ

September 21, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শতাব্দী প্রাচীন নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজিত হল মিনাখাঁর মালঞ্চে বিদ্যাধরী নদীতে। প্রতিযোগিতায় পাঁচটি নৌকা অংশ নিয়েছিল। প্রতিটি নৌকায় ২২ জন করে প্রতিযোগী ছিলেন। উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনাসহ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

আয়োজক কর্তৃপক্ষের তরফে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়। মিনাখাঁ, হাড়োয়াসহ বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ বিদ্যাধরী নদীর পাড়ে বাইচ প্রতিযোগিতা দেখতে ভিড় জমান।

TwitterFacebookWhatsAppEmailShare

#Malancha, #Boat Competition

আরো দেখুন