আর কতদিন বৃষ্টিতে ভিজবে বঙ্গ? জানাল আবহাওয়া দপ্তর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ ঝাড়খণ্ডে। তবে এর কিছুটা প্রভাব এখনও পড়বে বাংলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে। হাওয়া অফিস জানাচ্ছে, আজ থেকে ২৪ তারিখ পর্যন্ত বৃষ্টি হবে।
গত কয়েকদিন ধরে নিম্নচাপের জেরে ভিজছে দক্ষিণবঙ্গ। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। দক্ষিণবঙ্গে ২৩ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তবে হালকা বৃষ্টি চলবে। ২৬ তারিখে বৃষ্টির পরিমাণ আরও কমবে। কলকাতায় আগামী ২৩ তারিখ পর্যন্ত মেঘলা আকাশ থাকবে মাঝেমধ্যে বৃষ্টি হবে। ফলে তাপমাত্রাও কম থাকবে।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে। শনিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও কোচবিহারে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও।