খেলা বিভাগে ফিরে যান

Asian Games 2023: অ্যাথলেটিক্সে ফের জোড়া পদক ভারতের

October 2, 2023 | < 1 min read

অ্যাথলেটিক্সে ফের জোড়া পদক ভারতের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার হ্যাংঝাউয়ে মহিলাদের ৩,০০০ মিটার স্টিপলচেজে জোড়া পদক পেল ভারত। রুপো জিতলেন পারুল চৌধুরী। ব্রোঞ্জ পেলেন প্রীতি।

চলতি এশিয়ান গেমসে ট্র্যাকে আগুন ধরাচ্ছে ভারত। একের পর এক পদক পাচ্ছেন অ্যাথলিটরা। এদিন মহিলাদের ৩,০০০ মিটার স্টিপলচেজের ফাইনালে দ্বিতীয় হন পারুল। সময় নেন ৯ মিনিট ২৭.৬৩ সেকেন্ড। একই বিভাগে ৯ মিনিট ৪৩.৩২ সেকেন্ডে রেস শেষ করে ব্রোঞ্জ পদক ছিনিয়ে নেন প্রীতি। পোডিয়ামে ভারতের দুই কন্যা একই সঙ্গে দাঁড়ালেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Athletes, #India at Asian Games, #Athletics, #Parul Chowdhury, #Priti, #Asian Games

আরো দেখুন