বর্ষা বিদায়ের আগে জোরদার ব্যাটিং, জেনে নিন কোন জেলায় কেমন বৃষ্টি?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে রাজ্যের সর্বত্র দফায়-দফায় চলছে বৃষ্টি । উত্তর থেকে দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছেই। আজও একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজও কি বৃষ্টিতে ভাসবে বাংলা? জেনে নিন লেটেস্ট ওয়েদার আপডেট।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ৪ অক্টোবর বুধবার পর্যন্ত বাংলার বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, তা স্থলভাগের আরও কাছাকাছি এসেছে। এই মুহূর্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তার অবস্থান। এই নিম্নচাপের জেরেই বাংলা জুড়ে বৃষ্টি হচ্ছে।
নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র। সেই কারণে আজ ৩ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রযাত্রার ব্যাপারে লাল সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সবক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ৩ অক্টোবর মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে আপাতত হাল্কা বৃষ্টি হতে পারে।