পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

বাংলার দুগ্গা পুজো: শতবর্ষে রিষড়ায় সাধুখাঁ পরিবারের পুজো, স্পেশাল কী জানেন?

October 10, 2023 | < 1 min read

শতবর্ষে রিষড়ায় সাধুখাঁ পরিবারের পুজো

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শতবর্ষে পা দিল রিষড়ায় সাধুখাঁ পরিবারের পুজো। ১৯২৬ সালে দুর্গা পুজোর সূচনা করেন রিষড়া শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী বটকৃষ্ণ সাধুখাঁ। এখানে গঙ্গাপাড়ে অট্টালিকা তৈরি করেছিলেন তিনি।

এখানে দুর্গা আটপৌরে সেজে কন্যা রূপে পুজিত হন। ষাঁড়ের পিঠে থাকেন মহাদেব।তার কোলে আসিন দুর্গা। দু’হাত তুলে আশীর্বাদ করেন এই দুর্গা। হাতে থাকেনা কোন‌ও অস্ত্রের সজ্জা। অসুরও থাকেন না।

একচালা দুর্গার সাথে থাকেন কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী। এখানে ষষ্ঠীতে বোধন। আজও ১৫০কেজি চাল ধুয়ে নৈবিদ্য হয়। মহালয়ার পরেরদিন থেকে নৈবেদ্য প্রস্তুতি শুরু হয়ে যায়। মুড়কি, মোয়া, নাড়ু, ছানা, সন্দেশ ছাড়াও নানান ধরনের মিষ্টি তৈরি হয়। দই বসানো হয়। দুর্গা-মহাদেব ও তাঁদের সন্তানদের জন্য যাবতীয় ভোগ ঘরে তৈরি করা হয়।

দশমীতে প্রতিমা নিরঞ্জনের পর মৎস্যমুখ করেন পরিবারের সদস্যরা। বলি প্রথার প্রচলন নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#durga Pujo, #Rishra, #Durga Puja 2023, #saqdhgukhan bari, #West Bengal

আরো দেখুন