ভ্রমণ বিভাগে ফিরে যান

শীতের ছুটিতে ডেসটিনেশন হোক শ্রীখোলা

November 24, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হাতে দিনে তিনেকের ছুটি আছে? মন বলছে পাহাড় যাই, পাহাড় যাই? আর কি ঘুরে আসুন শ্রীখোলা থেকে! পাহাড়ে ঘেরা নির্জন গ্রাম, দার্জিলিং শহর থেকে প্রায় ৮৭ কিলোমিটার দূরে অবস্থিত শ্রীখোলা। কাছেই রয়েছে রিম্বিক। রিম্বিক হয়েই যেতে হয় শ্রীখোলা। সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টের অন্তর্গত শ্রীখোলা। সান্দাকফু ফালুট ট্রেক রুটের যাত্রাপথে পড়ে পাহাড়ি গ্রামটি।

খুব একটা পর্যটকদের ভিড় থাকে না৷ শ্রীখোলা নদী উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে দু’শো বছরের ঝুলন্ত ব্রিজ, যা পর্যটকদের আকর্ষণ করে। সবুজে ঘেরা এই গ্রামজুড়ে যেন পাহাড়ী ফুলের মেলা বসে। রডোডেনড্রন আর ম্যাগনেলিয়ার মাঝে সরু রাস্তা মনের অক্সিজেনের জোগান দেয়।

তবে এখানে ইলেকট্রিক সমস্যা রয়েছে৷ সোলারে চলার কারণে ফোন চার্জ বা ক্যামেরা চার্জ দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে৷ হোম স্টে বা হোটেলের ঘরে সামান্য পাওয়ারের আলো থাকতে পারে। শ্রীখোলা খরচ সাপেক্ষও৷ এখানে খাবারের খুব একটা অপশন নেই, মূলত নিরামিষ খাবার পাওয়া যায়৷ তবে মাঝে-মধ্যে ইয়াক-র মাংস পাওয়া যায়৷ এখানে গেলে অবশ্যই রডোডেনড্রন ওয়াইন ট্রাই করতে পারেন।

কীভাবে যাবেন?
ট্রেনে এনজিপি পৌঁছে, সেখান থেকে গাড়ি নিয়ে সরাসরি চলে আসা যায় শ্রীখোলায়। শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকেও গাড়ি পাওয়া যায়। শিলিগুড়ি বা দার্জিলিং মোড় থেকে শেয়ারে জিপও পাওয়া যায়৷
অন্যদিকে, বাগডোগরা বিমানবন্দরে নেমেও গাড়িতে শ্রীখোলা পৌঁছে যাওয়া যায়।

এছাড়াও, রিম্বিক থেকে শ্রীখোলা যেতে ১৫-২০ মিনিট সময় লাগে। প্রতিদিন সকাল সাতটায় দার্জিলিং বাসস্ট্যান্ড থেকে রিম্বিকের বাস ছাড়ে।

কোথায় থাকবেন?
দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের ট্রেকার্স হাট রয়েছে। কলকাতা ও দার্জিলিঙের অফিস থেকে তা অগ্রিম বুক করা যায়। স্পট বুকিংয়েরও ব্যবস্থা রয়েছে। এছাড়াও হোটেল, লজ রয়েছে। ট্রেকিংয়েরও ব্যবস্থা করে দেয় তাঁরা৷ একাধিক হোম স্টে গড়ে উঠেছে।

যাবতীয় তথ্য ও হোটেল বুকিংয়ের জন্যে রাজ্যের পর্যটন দপ্তরে যোগাযোগ করতে পারেন। ইমেল আইডি: tourismcentrekolkata@gmail.com। ওয়েবসাইট: www.wbtdc.gov.in / www.wbtourism.gov.in

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Srikhola, #Winter Holidays

আরো দেখুন