‘জলের উপর পানি’ উপন্যাসের জন্য সাহিত্য অকাদেমি লাভ স্বপ্নময় চক্রবর্তীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘জলের উপর পানি’ উপন্যাসের জন্য ২০২৪ সালের সাহিত্য অকাদেমি পুরস্কার পেলেন সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। বুধবার সাহিত্য অকাদেমি তরফে এ ঘোষণা করা হয়েছে। উদ্বাস্তু কলোনির জীবন উপন্যাসের পাতা তুলে এনেছিলেন স্বপ্নময়, তারই স্বীকৃতি মিলল। বাংলা সাহিত্য বিভাগে পুরস্কার প্রাপক হিসেবে অকাদেমি স্বপ্নময়ের নাম ঘোষণা করেছে। লেখকের বহুল চর্চিত উপন্যাস ‘চতুষ্পাঠী’-র পরবর্তী খণ্ড হল ‘জলের উপর পানি’। উদ্বাস্তু সমস্যা এ কাহিনির উপজীব্য। দেশভাগ, ভিটে মাটি হারানো মানুষের লড়াই, মুক্তিযুদ্ধ, নকশাল আন্দোলন, স্বাধীন দেশে ন’য়ের দশকের সাম্প্রদায়িক হিংসা, ইত্যাদি নিয়ে উপন্যাস।
হিন্দি উপন্যাস ‘মুঝে পহেচানো’র জন্য সঞ্জীব এবং ‘রিকুইম ইন রাগা জানকী’ ইংরেজি উপন্যাসের জন্য নীলম শরণ গৌর সাহিত্য অকাদেমি পুরস্কার পেলেন। সাঁওতালি ভাষায় ছোটগল্পের বই ‘জবা বাহা’-র জন্য পুরস্কার পাচ্ছেন হলদিয়ার বাবুপুর এগ্ৰিকালচারাল হাইস্কুলের ইংরেজির শিক্ষক টুরিয়াচাঁদ বাস্কে ওরফে তারাসিঞ বাস্কে।
১২ মার্চ অকাদেমির তরফে পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।