স্বাস্থ্য বিভাগে ফিরে যান

স্বাস্থ্যবিমায় চিকিৎসা সম্পূর্ণ ক্যাশলেস? কী ঘোষণা GIC-র?

January 25, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: এবার থেকে সম্পূর্ণ ক্যাশলেস হবে স্বাস্থ্যবিমায় চিকিৎসা, বুধবার এমনই ঘোষণা করেছে ‘জেনারেল ইনসিওরেন্স কাউন্সিল’। এমপ্যানেলড হাসপাতালের সঙ্গে সঙ্গে নন এমপ্যানেলড হাসপাতালেও মিলবে এই সুবিধা।

ক্লিনিক্যাল এশট্যাবলিশমেন্ট আইনের কারণে পরিষেবা দেওয়া বাধ্যতামূলক হচ্ছে। স্বাস্থ্যবিমার আওতাধীন রোগীকে হাসপাতালে ভর্তি করতে গেলে আর টাকা গুনতে হবে না। ‘ক্যাশলেস এভরিহোয়্যার’ প্রকল্পের মাধ্যমে এমনটা করা হচ্ছে।

তবে শর্ত থাকছে নন-এমপ্যানেলড হাসপাতালের ক্ষেত্রে। রোগীকে ভর্তি করানোর ৪৮ ঘণ্টা আগে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। বর্তমানে গোটা দেশে প্রায় ৪০ হাজার এমপ্যানেলড হাসপাতাল রয়েছে স্বাস্থ্যবিমার আওতায়। সেখানেই বিমার আওতাধীন রোগীদের চিকিৎসা হয়। উপভোক্তাদের বিমার পরিষেবা আরও সহজ ও মসৃণ করার লক্ষ্যেই এমন পদক্ষেপ করা হল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cashless Treatment, #General Insurance Council, #cashless hospitalisation, #Tapan Singhal, #Health insurance Cashless treatment

আরো দেখুন