রাজ্য বিভাগে ফিরে যান

হুইল চেয়ারে চেপে সাক্ষ্য দিতে এলেন রিজওয়ানুরের মা, এখনও ‘নিখোঁজ’ প্রিয়াঙ্কা টোডি!

February 20, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাম আমলে রাজনৈতিক মহলে ঝড় তোলা এই মৃত্যু মামলার বিচার প্রক্রিয়া চলছে কলকাতা নগর দায়রা আদালতে  (City Sessions Court)। ছেলে রিজওয়ানুরের (Rizwanur Rahman) অস্বাভাবিক মৃত্যু এখনও ভুলতে পারেননি মা। সোমবার তাই হুইল চেয়ারে চেপেই সাক্ষ্য দিতে এলেন আশি ছুঁই ছুঁই বৃদ্ধা কিশওয়ার জাহান। অথচ গুরুত্বপূর্ণ সাক্ষী প্রিয়াঙ্কা টোডির (Priyanka Todi) ঠিকানা না মেলায় গত শুক্রবার তাঁর সাক্ষ্য নেওয়া যায়নি!

এজলাসে পুত্রের প্রসঙ্গ উঠতেই চোখ ছল ছল করে ওঠে বৃদ্ধার। কাপড়ের খুঁট দিয়ে বার দুই চোখ মোছেন তিনি। সাক্ষ্য চলাকালে দু’বার অসুস্থবোধ করেন তিনি। কিছুটা বিশ্রাম নিয়ে ফের সাক্ষ্য দেন রিজওয়ানুরের মা। সিবিআইয়ের (CBI) কৌঁসুলির নানা প্রশ্নের উত্তর দেন তিনি। এদিন সরকারি তরফে তাঁর সাক্ষ্যদান শেষ হয়। তবে তাঁর জেরা পর্ব এখনও মেটেনি। এরপর জেরা করবেন অভিযুক্ত পক্ষের আইনজীবীরা। এদিন আদালত চত্বরে রিজওয়ানুরের পরিবার শুধু বলে, ‘ইনসাফ চাই।’

TwitterFacebookWhatsAppEmailShare

#City Sessions Court, #Rizwanur Rahman case, #Rizwanur Rahman

আরো দেখুন