Weather Update: বসন্তে সূর্যের ‘গর্জন’, ঊর্ধ্বমুখী তাপমাত্রার মাঝেই বৃষ্টিতে ভিজবে বঙ্গ?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সকাল-সন্ধ্যা মনোরম আবহাওয়া, বেলা বাড়লে চড়ছে তাপমাত্রার পারদও। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। রাজ্যের বেশিরভাগ অংশে উত্তর পশ্চিমের হাওয়া বইবে। তাপমাত্রার তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই ।
আজ থেকে ফের তাপমাত্রা চড়বে। দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা সর্বোচ্চ ৩২ থেকে ৩৪ ডিগ্রি।
উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির হতে পারে। ফের আগামী সপ্তাহে পশ্চিমে ঝঞ্ঝা পাস করার সময় হালকা বৃষ্টির সম্ভাবনা। পূবালী হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে বুধবার উত্তরবঙ্গে ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার রাজ্যে হাওয়া বদল হতে পারে।
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ১৪ মার্চ মেঘলা আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।
কলকাতায় সোমবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি ও ২২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৮ থেকে ৮৫ শতাংশ।