রাজ্য বিভাগে ফিরে যান

স্বাস্থ্য প্রকল্পে কত দিন চলবে অনলাইনে নাম নথিভুক্তিকরণ?

March 18, 2024 | < 1 min read

স্বাস্থ্য প্রকল্পে কত দিন চলবে অনলাইনে নাম নথিভুক্তিকরণ?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নাম নথিভুক্তিকরণের সময়সীমা বাড়ল স্বাস্থ্য প্রকল্পের ক্ষেত্রে, রাজ্য সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের স্বাস্থ্য প্রকল্পের সুবিধা দিতে অনলাইনে নাম নথিভুক্তির মেয়াদ বৃদ্ধি করা হল। ভোট ঘোষণার আগে অর্থদপ্তর নির্দেশিকা জারি করেছে। পূর্ববর্তী নির্দেশিকা অনুযায়ী, নতুন আবেদনের সময়সীমা ছিল ৩১ জানুয়ারি পর্যন্ত। তবে অর্থদপ্তর জানিয়েছে, অনেক কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মী আবেদন করে উঠতে পারেননি এখনও। তা‌ই ১ এপ্রিল থেকে ফের আবেদন নেওয়া হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

সরকারি স্বাস্থ্য প্রকল্প থেকে যাঁরা বেরিয়ে এসেছিলেন, অনলাইনে নাম নথিভুক্ত করার জন্যও তাঁদের ১ এপ্রিল থেকে ২০২৫-র ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। সরকারি স্বাস্থ্য প্রকল্পে (Government Health Scheme) নাম নথিভুক্ত না থাকলে, মাসিক বেতন বা পেনশনের সঙ্গে নির্দিষ্ট হারে চিকিৎসা ভাতা পাওয়া যায়। স্বাস্থ্য প্রকল্পে নথিভুক্ত কর্মীদের, যাঁদের ম্যানুয়াল কার্ড রয়েছে, তাঁদের নাম অনলাইনে নথিভুক্ত করে ডিজিটাল সার্টিফিকেট নিতে বলা হয়েছে। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ডিজিটাল সার্টিফিকেটে আধার নম্বরও দিতে হবে। সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের নথিভুক্ত পরিবারের সদস্যদের এই কাজ করতে হবে। মনে করা হচ্ছে, বহু সরকারি কর্মী ও পেনশন প্রাপকরা এতে সুবিধা পাবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Government Health Scheme, #Enrollment, #Govt Workers

আরো দেখুন