রাজ্য বিভাগে ফিরে যান

সৌমিত্র কি ফুল বদলাবেন? বিষ্ণুপুর জিতেই BJP সাংসদ বেসুরো

June 6, 2024 | < 1 min read

বিষ্ণুপুর জিতেই BJP সাংসদ বেসুরো

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আবার কি দলবদলের ধুম পড়বে বঙ্গে? ভোটে জিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন সৌমিত্র খাঁ। প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলেরও প্রশংসা শোনা গিয়েছে তাঁর গলাতে। তৃণমূলের প্রশংসা পাশাপাশি বিজেপির রাজ্য নেতৃত্বকেও বিঁধেছেন সৌমিত্র।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌমিত্র বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা সিস্টেম তৈরি করেছে। যেটা রাজ্যের অনেক বড় নেতা ধরতে পারেননি। ওরা প্রতিটা লোকসভায় ২টো করে বিধানসভায় জোর দিয়েছিল। এখানে কোতুলপুর ও ইন্দাস ওদের লক্ষ্য ছিল। কোতুলপুরটা পুরোটা সামলালেও ইন্দাসটা পুরোটা সামলাতে পারলাম না।”

সৌমিত্র জানান, বিজেপির প্রার্থীরা গণনায় মনোযোগ দেননি। ভোটগ্রহণের পর থেকে রাজার মতো ঘুরেছেন। তাই বিজেপি এভাবে হেরেছেন। না-হলে আরও ৪-৫টা সিট হত। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রশংসা করে সৌমিত্র বলেন, মাইনরিটি ভোট নেই। মহিলা, মাইনরিটি, অফিশিয়াল ও পুলিশ সব মিলিয়ে একটা টিম বানাতে হবে। অভিষেক ভালো কাজ করেছে। এই জন্য জিতেছে। শুভেন্দুদা পরিশ্রম করলেও সাফল্য পাননি। এরপরই সৌমিত্রর দাবি, তিনি তৃণমূলে থাকলে বিষ্ণুপুরে জয়ের ব্যবধান হত অন্তত দেড় লক্ষ। মনে করা হচ্ছে, তিনি তৃণমূল ফেরার রাস্তা খুলে রাখলেন।

বঙ্গ বিজেপি নেতৃত্বকে নিশানা করে বিষ্ণুপুরের সাংসদ বলেন, রাজনীতিতে যারা জেতেনি, তারা রাজ্য চালাবে, এটা হয় না। যারা জিতে আসে তারা রাজ্য চালাবে। অহঙ্কার ছাড়তে হবে। সাংসদ হয়ে বিজেপির অনেকে অহঙ্কার হয়ে গিয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #tmc, #politics, #Saumitra Khan, #Bishnupur

আরো দেখুন