← খেলা বিভাগে ফিরে যান

তুরস্ককে হারিয়ে দু’দশক পর ইউরোর সেমিতে নেডারল্যান্ডস। ছবি সৌজন্যে: AP
তুরস্ককে হারিয়ে দু’দশক পর ইউরোর সেমিতে নেডারল্যান্ডস

স্কোর:
নেদারল্যান্ডস – ২ (ভ্রিজ, মুলডার *আত্মঘাতী গোল)
তুরস্ক – ১ (আকায়দিন)
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এগিয়ে থেকেও জোড়া গোলে হার তুরস্ক। ২-১ গোলে জিতে ইউরো কাপের সেমিফাইনালে চলে গেল নেদারল্যান্ডস। দ্বিতীয়ার্ধে নিশ্চিত গোল বাঁচান ডাচ গোলকিপার ভারব্রুগেন। এবার সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি নেডারল্যান্ডস।
ম্যাচের ৩৫ মিনিটে আকায়দিনের গোলে এগিয়ে যায় তুরস্ক। বক্সের মধ্যে ক্রস রাখেন গুলের, স্পট জাম্পে হেড করে তুরস্ককে এগিয়ে দেন আকায়দিন। ম্যাচের ৭০ মিনিটে সমতা ফেরায় নেদারল্যান্ডস। বল জালে জড়িয়ে দেন ডে ভ্রিজ। ছয় মিনিটের মধ্যেই আসে জয়সূচক গোল। বলে শেষ টাচ ছিল মুলডারের, তাই আত্মঘাতী গোলে সেমিতে পৌঁছে গেল ডাচরা।