কলকাতা বিভাগে ফিরে যান

জম্মুতে জঙ্গিদের গুলিতে শহিদ দার্জিলিংয়ের ক্যাপ্টেন ব্রিজেশ থাপা

July 16, 2024 | < 1 min read

কাশ্মীরে জঙ্গিদের গুলিতে মৃত্যু দার্জিলিংয়ের ব্রিজেশ থাপা, ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার জঙ্গিদের গুলিতে জম্মুর ডোডা জেলার দেশা জঙ্গল এলাকায় ভারতীয় সেনা তল্লাশি অভিযান চালানোর সময় গুরুতর যখম হন ক্যাপ্টেন ব্রিজেশ থাপা-সহ আরও তিন জন সেনাকর্মী। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হলেও তাঁদের কিন্তু বাঁচানো যায়নি।

ক্যাপ্টেন ব্রিজেশ থাপার বাড়ি দার্জিলিংয়ের লেবংয়ের বড়াগিঙ্গেতে। স্কুলের পড়াশোনার শেষে মুম্বইয়ের ইঞ্জিনিয়ারিংয়ের কলেজ থেকে বি-টেক শেষ করে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষায় বসেন তিনি। ২০১৮ পরীক্ষায় পাশ করেন। সেনাবাহিনীতে যোগ দেন ২০১৯ সালে। তাঁর বাবা ভুবনেশ থাপা ছিলেন সেনাবাহিনীর কর্নেল। ২০১৪ সালে সেনা থেকে অবসর নেন কর্নেল ভুবনেশ। বাবা-মা ছাড়াও ব্রিজেশের এক দিদিও রয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Captain Brijesh Thapa, #Army soldiers, #Doda terrorist attack

আরো দেখুন