দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

পুরনো বাস বাতিল, ভোগান্তি যাত্রীদের

August 3, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আদালতের নির্দেশ অনুযায়ী, যে সব বাসের বয়স ১৫ বছর পেরিয়ে গিয়েছে সেসব বাস আজ ১ অগস্ট থেকে বসিয়ে দিতে হবে। এর ফলে বৃহস্পতিবার থেকে কলকাতা ও শহরতলি এলাকায় পুরনো বাস কমতে শুরু করেছে। ফলে বৃষ্টির মধ্যে অফিস টাইমে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে অফিস যাত্রীদের।

এই সুযোগে বেসরকারি ক্যাব পরিবহণ সংস্থা সক্রিয় হয়ে ওঠেছে। ইতিমধ্যেই সল্টলেক, নিউটাউন রুটে তারা পরীক্ষামূলকভাবে বাস চালানো শুরু করেছে।
কলকাতা কর্পোরেশন এলাকায় প্রায় সাড়ে তিন হাজারের মতো বেসরকারি বাস চলে। আদালতের নিষেধাজ্ঞার জেরে ১ আগস্ট থেকে কলকাতায় প্রভাব পড়তে শুরু করল। সব থেকে বেশি প্রভাব পড়েছে কলকাতা-হাওড়া রুটে। সেই সঙ্গে হাবড়া, বসিরহাট, অশোকনগর, বারাসত, বারাকপুর, দক্ষিণ ২৪ পরগনার আমতলা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার ও কলকাতা-বজবজ রুটের অনেক বাস এদিন রাস্তায় নামেনি। তার জেরে যাত্রীদের ভোগান্তি বাড়তে শুরু করেছে।

নবান্ন সূত্রে খবর, এই আবহ হবে আগাম বুঝতে পেরে দু’দফায় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের পরিবহণমন্ত্রীকে চিঠি লিখেছিলেন বাস মালিকরা। তাতে এইসব বাস আরও দু’বছর চালানোর অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু সবুজ সংকেত মেলেনি। কারণ আদালতের রায়ের উপর হস্তক্ষেপ করা যায় না। আর বিষয়টি নিয়ে আদালতের স্পষ্ট নির্দেশ না থাকায় রাজ্য সরকার সেই আবেদনে কোনও সাড়া দেয়নি। পরিবহণ দফতর সূত্রে খবর, আদালতের রায়কে মান্যতা দিয়ে যে সব বাসের বয়স ১৫ বছর পেরিয়ে গিয়েছে তাদের আর রাস্তায় নামতে দেওয়া হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Old Bus, #Kolkata

আরো দেখুন