দেশ বিভাগে ফিরে যান

বিধ্বস্ত ওয়ানড়ে মানুষের পাশে দাঁড়ালেন বাংলার দুই সাংসদ

August 3, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেরলের ওয়ানড় এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সরকারি হিসেবে মৃত ১৭৭ হলেও বেসরকারি মতে মৃতের সংখ্যা ৩৫০ ডিঙিয়েছে । উদ্ধারকাজ এবং বর্তমান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ওয়ানড় পৌঁছলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখলে। শনিবার ভূমিধসে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে দুর্গতদের সঙ্গে কথা বলেন তাঁরা ।

ওয়েনড়ে ভূমিধসে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করার সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মেপ্পাডিতেও যান দুই তৃণমূল সাংসদ। মেপ্পাডির মেডিক্যাল ক্যাম্প এবং স্থানীয় সরকারি হাসপাতালে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে আহতদের সঙ্গে দেখা করেন তাঁরা। কথা বলেন দুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Saket Gokhale, #rainfall, #Sushmita Dev, #Wayanad, #tmc, #Flood

আরো দেখুন