← খেলা বিভাগে ফিরে যান
ParisOlympics24: ১০০ মিটার দৌড়ে জিতে রেকর্ড নোয়া লাইলসের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মাত্র ৯.৭৯ সেকেন্ডে ১০০ মিটার পথ অতিক্রম করে অলিম্পিকে সোনা জিতলেন মার্কিন অ্যাথলিট নোয়া লাইলস।
এবারে সোনা জয়ের দাবিদার ছিলেন কিসানে থমসন। রেসে এগিয়েও ছিলেন কিন্তু শেষ ১০ মিটারে এগিয়ে গিয়ে বাজিমাত করেন লাইলস। ফাইনালে ৮ প্রতিযোগী নেমেছিলেন এবং সকলেই ১০ সেকেন্ডের কম সময় নিয়েছে ১০০ মিটার অতিক্রম করতে।