রাজ্য বিভাগে ফিরে যান

ঐক্যবদ্ধ বাম আন্দোলনে সিপিএমের ‘যোগ না দেওয়ার’ সমালোচনায় প্রভাস ঘোষ

August 6, 2024 | < 1 min read

প্রভাস ঘোষ ৷ (চিত্র-etvbharat)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এসইউসিআইয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের ৪৮তম প্রয়াণ দিবসে কলকাতার রানি রাসমণি অ্যাভেনিউতে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরের এই সমাবেশে ভিড় ছিল চোখে পড়ার মতো। সমাবেশে হাজার হাজার কর্মী-সমর্থক যোগদান করেন।

সমাবেশ থেকে এসইউসি-র সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ বলেন, “বিজেপি দেশপ্রেমের আলখাল্লা পরে সম্প্রদায়িক বিভাজন তৈরি করছে ও দমন-পীড়ন চালাচ্ছে।’’ পাশাপাশি তিনি ঐক্যবদ্ধ বাম আন্দোলনে সিপিএমের ‘যোগ না দেওয়ার’ সমালোচনাও করেছেন । বাংলাদেশের কোটা বিরোধী ছাত্র আন্দোলনকেও সমর্থন জানিয়েছেন প্রভাস।

TwitterFacebookWhatsAppEmailShare

#Prabhas Ghosh, #opinion collects pollicy, #SUCI, #Cpim

আরো দেখুন