খেলা বিভাগে ফিরে যান

ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গল ৩-১ গোলে হারাল ডাউনটাউন হিরোজ এফসিকে

August 7, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডুরান্ডে ছন্দ ধরে রাখল ইস্টবেঙ্গল। পরপর দু’ম্যাচে জয়। বুধবার কিশোর ভারতী স্টেডিয়ামে ডাউনটাউন হিরোজকে ৩-১ গোলে হারাল লাল-হলুদ শিবির। গোল করে দলকে জেতালেন মাদিহ তালাল এবং এদিন অধিনায়কের আর্মব্যান্ড পরে নামা সল ক্রেসপো। পরিবর্ত হিসাবে নেমেই দুরন্ত গোল করেন জেসিন টিকেও।

আর্মির বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। তবে সেই ম্যাচে কোনও বিদেশি ছিল না। ডাউনটাউন ম্যাচ নিয়ে তাই আলাদাভাবে প্ল্যান করেছিলেন লাল-হলুদ হেডস্যার। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল তারা। তবে গত ম্যাচের মতো এই ম্যাচেও গোল মিসের বহর দেখা যায়। নাহলে ম্যাচ শুরুর ১৫ মিনিটে অন্তত ১-০ গোলে এগোতে পারত ইস্টবেঙ্গল।

এদিনের ম্যাচে শুরু থেকে খেলেননি চোট পাওয়া দিমিত্রিয়স দিয়ামান্তাকস। ছিলেন ক্লেটন সিলভাও। তবে পরিবর্তের তালিকায় দুজনের নামই রেখেছিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত। ১৪ আগস্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। তাই ডাউনটাউনের বিরুদ্ধে জয় নিয়ে অতিরিক্ত আগ্রাসী হওয়ার রাস্তার হাঁটার উপায় নেই কোচ কুয়াদ্রাতের। নন্দকুমার, প্রভাত লাকড়ারা রিহ্যাব শুরু করলেও বুধবারের ম্যাচে ছিলেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Durand Cup, #East Bengal

আরো দেখুন