দেখুন বলিউডের কারা ভিনেশ ফোগতের প্রশংসায় পঞ্চমুখ
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কুস্তিতে ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠেছিলেন ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগত। কিন্তু অতিরিক্তি ওজনের কারণে কুস্তির ফাইনাল থেকে ছিটকে গেলেন। মন ভাঙল ভারতের ক্রীড়াপ্রেমীদের। এই খবর ছড়িয়ে পড়তেই ভিনেশের পাশে দাঁড়ান বলিউডের একাধিক তারকা।
১) আলিয়া লেখেন, ‘ভিনেশ তুমি পুরো দেশের গর্ব। ইতিহাস গড়তে তুমি যে সাহস দেখিয়েছ, যে হার্ড ওয়ার্ক করেছ তা কেউ তোমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। আজ তোমার সঙ্গে আমাদেরও মন ভেঙেছে। কিন্তু তুমি সোনার মেয়ে। কেউ তোমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। আজীবনের চ্যাম্পিয়ন। কেউ নেই তোমার মতো।’
২) ফারহান আখতার বলেন, ‘ডিয়ার ভিনেশ ফোগট, একজন শুধু চেষ্টাই করতে পারে। অনুমান করতে পারি যে তুমি কতটা ভেঙে পড়েছ? কিন্তু এখনও পুরোটা বোঝা সম্ভব নয়। এভাবে যে যাত্রা শেষ হবে, তা ভাবনার অতীত। কিন্তু আমি বলতে চাই যে তুমি ভারতীয় ক্রীড়ার জন্য যা করেছ, আমরা তোমার জন্য গর্বিত। তুমি বরাবরের চ্যাম্পিয়ন ও কয়েককোটির অনুপ্রেরণা।’
৩) করিনা কাপুর খান লেখেন, ‘ভিনেশ ফোগট, লিভিং লেজেন্ড’। সামান্থা বলেন, ‘মনে রেখো তুমি একা নও। তোমাকে ওপরওয়ালা দেখছেন। সবসময় তোমার পাশে আছি।’ অর্জুন রামপাল লেখেন, ‘এটা সত্যি হতে পারে না। ‘ হুমা কুরেশি বলেন, ‘কেউ প্লিজ বলুন যে কিছু করা সম্ভব। ওকে লড়াই করতে দেওয়া হোক’।
৪) ভিকি কৌশল লেখেন, ‘মেডেলের উর্দ্ধে একজন চ্যাম্পিয়ন’। জোয়া আখতার বলেন, ‘চ্যাম্পিয়ন ভিনেশ, তুমিই সোনা। যা তুমি অর্জন করেছ, তা মেডেলের উর্দ্ধে। গর্বিত, অনুপ্রেরণা।’
৫) তাপসী পান্নু লেখেন, ‘এটা সত্যিই হৃদয়বিদারক। কিন্তু ভিনেশ সত্যিই তুমি এখন মেডেলকে ছাপিয়ে গিয়েছ’।
৬) সোনাক্ষী সিনহা লেখেন, ‘অবিশ্বাস্য! আমি অনুমানও করতে পারছি না যে এই সময়ে তুমি কী অনুভব করছ! আর জানি না কী বলা উচিত, তবে এটুকুই বলতে পারি যে তুমি চ্যাম্পিয়ন ছিলে, আছ, থাকবে।’