রাজ্যসভার ১২ আসনে নির্বাচন ৩ সেপ্টেম্বর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যসভার ১২ শূন্য আসনের জন্য ৩ সেপ্টেম্বর নির্বাচন হতে চলেছে। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বুধবার এই ঘোষণা করা হয়েছে। এই ১২টি আসনের মধ্যে অসম, বিহার, মহারাষ্ট্রের ২ করে আসন এবং হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, ত্রিপুরা, তেলঙ্গানা এবং ওড়িশার ১টি করে আসন রয়েছে।
বুধবার নির্বাচন কমিশনের তরফে জানান হয়েছে, রাজ্যসভায় এই ফাঁকা আসনে নির্বাচন হবে আগামী ৩ সেপ্টেম্বর । রাজ্যসভা নির্বাচনে যারা লড়বেন তাদেরকে আগামী ১৪ অগস্ট থেকে ২১ অগস্টের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে । কমিশনের ঘোষণা অনুযায়ী, রাজ্যসভার প্রতিটি আসনে ভোট প্রক্রিয়া চলবে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত। আর বিকেল ৫ টা থেকে শুরু হবে ভোট গণনা।
বর্তমানে রাজ্যসভায় ২২৬ জন সাংসদ রয়েছেন। তার নিরিখে রাজ্যসভায় বর্তমানে সংখ্যাগরি ষ্ঠতা সংখ্যা ১১৪। এনডিএ-র সংখ্যাগরিষ্ঠতার থেকে ১৩ আসন কম রয়েছে। এনডিএ-র আসন সংখ্যা ১০১টি। তাতে বিজেপির রয়েছে ৮৬টি আসন। জুলাই মাসের ১৩ তারিখে ৪ মনোনীত সদস্য, যারা পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁরা রাজ্যসভা থেকে অবসর নেন। এর ফলে চার বছর পর রাজ্যসভায় বিজেপির সংখ্যা ৯০-এর নিচে চলে গিয়েছে।