#BREAKING প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত, আজ পূর্ণ দিবস সরকারি ছুটি ঘোষণা মমতার
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: প্রয়াত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলে ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যু সংবাদ জানান। পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তিনি প্রয়াত হন বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরেই গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যা সিওপিডি-তে ভুগছিলেন রাজ্যের প্রবীণ রাজনীতিক। রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানাবে রাজ্য সরকার।
আজ পূর্ণ দিবস সরকারি ছুটি ঘোষণা মমতার। রাজ্যের সপ্তম মুখ্যমন্ত্রীর প্রয়াণে পূর্ণ দিবস সরকারি ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে যাচ্ছেন মমতা।আজ পিস ওয়ার্ল্ডে রাখা থাকবে প্রাক্তন মুখমন্ত্রীর মরদেহ।
জানা যাচ্ছে, আগামীকাল সকাল ১০:৩০ থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ থাকবে আলিমুদ্দিনে। বিকেল ৪ টে নাগাদ শোক মিছিল করে তাঁর দেহ তুলে দেওয়া হবে পিজি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষযাত্রায় শ্রদ্ধার সঙ্গে সহযোগিতা করবে রাজ্য সরকার। দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমকে তিনি দায়িত্ব দিয়েছেন রাজ্য সরকারের তরফে বিষয়টি দেখভালের জন্য।
প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের শোকযাত্রার কর্মসূচী
৯ আগস্ট, ২০২৪
১) পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশ্যে রওনা সকাল ১০.৩০।
২) বিধানসভা ভবন সকাল ১১-১১.৩০ মিনিট।
৩) মুজফফর আহমেদ ভবন, দুপুর ১২-৩.১৫ মিনিট।
৪) দীনেশ মজুমদার ভবন ৩.৩০-৩.৪৫ মিনিট।
৫) ৩.৪৫ মিনিট দীনেশ মজুমদার ভবন থেকে দেহদানের জন্য নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্দেশ্যে শেষযাত্রা।
৬) দেহদান – বিকাল ৪টে ।