হাসিনার মতো আর কোন কোন রাষ্ট্রপ্রধানকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শেখ হাসিনাকে আতঙ্কে দেশ ছাড়তে হয়েছে। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে তিনি দেশ ছেড়েছেন। কেবল হাসিনা নন, এর আগেও একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের দেশ ছেড়ে পালাতে হয়েছে।
দেখে নিন তালিকা:
শ্রীলঙ্কা:
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষকে এইভাবে দেশ ছাড়তে হয়েছিল। ২০১৯ সালের নভেম্বর থেকে ২০২২ সালের জুলাই পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি, তখন শ্রীলঙ্কায় আর্থিক সংকট দেখা দেয়। ২০২২ সালের জুলাইয়ে রাজাপক্ষ মলদ্বীপে পালিয়ে যান। পরে তিনি সিঙ্গাপুরে চলে যান।
আফগানিস্তান:
২০২১ সালের আগস্ট মাস অবধি আসরফ গনি ছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট। তারপর সেখানে তালিবান শাসন শুরু হয়। আফগানিস্তান ছেড়ে প্রথমে তাজিকিস্তানে, সেখান থেকে তিনি সংযুক্ত আরব আমিরশাহীতে চলে যান গনি।
পাকিস্তান:
সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানে ক্ষমতায় এসেছিলেন পারভেজ মুশারফ। ১৯৯৯ সালে ক্ষমতায় এসেছিলেন তিনি। ২০০৮ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। ২০০৮ সালে তিনি ইস্তফা দেন। লন্ডনে চলে যান। সেখান থেকে দুবাই গিয়েছিলেন।
সুদান:
সুদানের প্রাক্তন প্রধানমন্ত্রী সাদিক অল মাহদিও সেনা অভ্যূত্থানের জেরে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন।
হাইতি:
জিয়ান বারট্রান্ড আরিসটাইড হাইতির প্রেসিডেন্ট ছিলেন। তাঁর সরকারের বিরুদ্ধে বিদ্রোহ হয়। তিনি নির্বাসনে চলে যান।
ইন্দোনেশিয়া:
১৯৯৮ সাল পর্যন্ত সুহার্তো ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি। তখন অর্থনৈতিক সংকট দেখা দেয়। তৈরি হয় অস্থিরতা। সুহার্তো দেশ ছেড়ে চলে যান।