বিনোদন বিভাগে ফিরে যান

ফের মহিষাসুরমর্দিনী শুভশ্রী, কোন চ্যানেলে দেখা যাবে?

August 8, 2024 | < 1 min read

ফের মহিষাসুরমর্দিনী শুভশ্রী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুরু হয়ে গেছে দুর্গাপুজোর কাউন্টডাউন। আর মাস তিনেক পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আশ্বিনের শারদ প্রাতে আলোকবেণু বাজতে আর কয়েকদিন অপেক্ষা। এবছর মহালয়া পড়েছে ২ অক্টোবর। মহালয়ার দিন ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনীর শোনার রীতি বাঙালির যুগ যুগ ধরে চলে আসছে। তবে শুধু রেডিও না টেলিভিশনের পর্দায়, মহালয়া দেখার উৎসাহ কম থাকে না। সেই সঙ্গে কে সাজবেন দেবী দুর্গা রূপে, এই নিয়ে থাকে কৌতূহল।

এবার জি বাংলায় দেবী দুর্গা হয়ে আসছেন রাজ ঘরণী। চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হল সেই প্রভাতী অনুষ্ঠানের প্রোমো। জি বাংলায় এবার দেবী মহামায়ার নবরূপে কাহিনি দেখানো হবে। তবে সেই নয়টি রূপের বাকি রূপে আর কারা কোন চরিত্রে অভিনয় করবেন সেটা এখনও জানা যায়নি। তবে দেবী দুর্গা রূপে যে শুভশ্রী গঙ্গোপাধ্যায় থাকবেন সেটা আগেই জানা গিয়েছিল। এবার তাঁর লুক প্রকাশ্যে এল। স্বর্ণালঙ্কার এবং লাল বেনারসিতে সেজে তাঁকে শঙ্খে ফুঁ দিয়ে যুদ্ধের সূচনা করতে দেখা যাচ্ছে। রণং দেহী লুকে তাকান। দেখা যায় সিংহকেও। শোনা যাচ্ছে, অনুষ্ঠানের নাম ‘নবরূপে দেবী দুর্গা’। রাজ ঘরণী ছাড়াও জি বাংলার অন্যান্য নায়িকাদের দেখা যাবে দেবীর অনান্য রূপে। দুর্গার নয়টি রূপ তুলে ধরবেন তাঁরা। যদিও এবিষয় শুভশ্রী বা চ্যানেলে কর্তৃপক্ষ এখনও কিছু নিশ্চিত করেননি।

TwitterFacebookWhatsAppEmailShare

#durga, #Subhashree Ganguly, #Mahishasuramardini, #special show

আরো দেখুন