ডার্বির আগে বড় জয় পেল মোহনবাগান, এয়ারফোর্সকে ৬-০ গোলে হারাল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ আগামী রবিবার। তার আগে দারুণ ছন্দে মোহনবাগান। বৃহস্পতিবার ডুরান্ড কাপে সবুজ-মেরুন ব্রিগেড ৬-০ গোলে বিধ্বস্ত করল এয়ারফোর্সকে। ডাউনটাউন হিরোজ়ের বিরুদ্ধে কোনও রকমে জিতেছিল মোহনবাগান। কিন্তু গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ফর্মে ফিরল তারা।
এই ম্যাচটি যুবভারতীতে দেখতে এসেছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। তিনি দেখে গেলেন ডার্বি ম্যাচ জিততে গেলে তাঁর দলকে ঘাম ঝরাতে হবে। এদিন সবুজ মেরুন দল দারুণ ছন্দময় ফুটবল খেলেছে। মাঝমাঠে এত পাসিং ফুটবল খেলেছে যে বিপক্ষ দল নাগালই পায়নি। এদিন শুরুটা করেন কামিন্স। শেষটা করেন পরিবর্ত হিসেবে নামা স্টুয়ার্ট।
ম্যাচ শুরুর প্রথম চার মিনিটেই এগিয়ে যায় সবুজ মেরুন। অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেসন কামিন্সের গোলের ব্যবধান বাড়ায় মোহন বাগান। এরপর ম্যাচের একেবারে শেষের দিকে আরও একবার গোলের মুখ খোলেন তিনি। বাগানের হয়ে দ্বিতীয় গোল করেন টম আলদ্রেড। গোল পেয়েছেন লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা ও গ্রেগ স্টুয়ার্টও। ফলত আজকের ম্যাচ বাগানের জন্য গোলফেস্ট।