রাজ্য বিভাগে ফিরে যান

সরকারের উন্নয়ন প্রকল্পের প্রচারে লোকশিল্পীদের গান বাঁধতে বলল প্রশাসন

August 8, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্য সরকারের যেসব উন্নয়ন প্রকল্প চলছে, সেগুলি যাতে ভালোভাবে মানুষের সামনে তুলে ধরা যায়, সেজন্য লোকশিল্পীদের গান বাঁধতে বলল জলপাইগুড়ি জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে খবর, বিভিন্ন প্রকল্প নিয়ে শিল্পীরা গান লিখে, সুর দিয়ে তা রেকর্ড করে পাঠাবেন। তারপর সংশ্লিষ্ট দপ্তরের তরফে খতিয়ে দেখে চূড়ান্ত করা হবে। যে ক’টি গান চূড়ান্ত হবে, সেগুলিকে হাতিয়ার করেই কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথীর মতো জনপ্রিয় প্রকল্পের প্রচার চালানো হবে।

জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) প্রিয়দর্শিনী ভট্টাচার্য বলেন, ‘রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে আমরা যেভাবে মানুষকে বোঝাচ্ছি, লোকশিল্পীরা গান, নাটকের মাধ্যমে বোঝালে তা অনেক বেশি গ্রহণযোগ্য হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Songs, #Government, #State Administration, #folk artists, #development projects

আরো দেখুন