হকারের পর এবার টোটো! কোন সিদ্ধান্তের পথে রাজ্য?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার পরিবহণ দপ্তরের রিভিউ মিটিঙে, টোটো দৌরাত্ম্যের অবসান ঘটাতে পরিবহণমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই জানা যাচ্ছে। শোনা যাচ্ছে, বেআইনি টোটো বন্ধ করতে পরিবহন দপ্তরকে নির্দেশ দিয়েছেন তিনি। পরিবহনমন্ত্রীকেও কয়েকটি নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবারের বৈঠকে রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা, টোটোকে আইনি বৈধতায় আনতে নীতিমালা তৈরির পরামর্শ দেন। টোটোকে কেন্দ্র করে একাধিক সমস্যা তৈরি হয়েছে রাজ্যে। জেলাসদর, মহকুমা শহরগুলোয় যানজটের অন্যতম কারণ টোটো। এছাড়া জাতীয় সড়কে নিয়ম ভেঙে উঠে পড়ছে টোটো। যার ফলে ভয়াবহ সব দুর্ঘটনা ঘটছে।যে কেউ টোটো কিনে চালাতে শুরু করে দিচ্ছেন। রাস্তায় রোজ রোজ নতুন টোটো চলতে শুরু করার জেরে শহরের বাসিন্দারা যানজটের কবলে পড়ছেন।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, রাজ্যে টোটোকে একটি নিয়মের মধ্যে আনতে হবে। পরিবহণ মন্ত্রককে নীতি তৈরি করতে হবে।