খেলা বিভাগে ফিরে যান

কুস্তিতে দেশকে প্রথম পদক এনে দিলেন অমন সেহরাওয়াত, ভারতের পদক সংখ্যা ছয়

August 9, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অমন সেহরাওয়াতের কুস্তির প্যাঁচে শুক্রবার ভারতের ঘরে এল আরও একটি ব্রোঞ্জ। এদিন পুরুষদের ৫৭ কেজির ফ্রিস্টাইল কুস্তিতে প্রথম পদক এনে দিলেন অমন।

আজ ব্রোঞ্জ পদকের ম্যাচে অমন পুয়ের্তো রিকোর দারিয়ান তোই ক্রুজ়কে ১৩-৫ পয়েন্টে হারালেন । প্যারিস অলিম্পিক্সে একটি রুপো এবং পাঁচটি ব্রোঞ্জ নিয়ে ছ’টি পদক হল ভারতের।

TwitterFacebookWhatsAppEmailShare

আরো দেখুন