দেশ বিভাগে ফিরে যান

মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিলেন রেখা শর্মা

August 9, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দীর্ঘ ৯ বছর যুক্ত থাকার পর জাতীয় মহিলা কমিশন ছাড়লেন রেখা শর্মা। মঙ্গলবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এই সুদীর্ঘ সময়ে বিতর্ক তাঁর পিছু ছাড়েনি।

২০১৮ সালের ৭ আগস্ট জাতীয় মহিলা কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ৬০ বছর বয়সি রেখা। তার আগে অবশ্য ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি এই দায়িত্ব পালন করেছিলেন। ২০১৫ সালে আগস্ট থেকেই তিনি অবশ্য সদস্য হিসেবে জাতীয় মহিলা কমিশনের সঙ্গে যুক্ত ছিলেন। ২০২১ সালে তাঁর কার্যকালের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয় মোদী সরকার। রেখা জানিয়েছেন, ‘এই দীর্ঘ ন’বছর আমার জীবন ছিল রোলার-কোস্টার রাইডের মতো। সাধারণ পরিবার থেকে উঠে এসে এই জায়গায় পৌঁছনো, সত্যিই খুব বিরাট ব্যাপার।’

সব মিলিয়ে দীর্ঘ ৯ বছর মহিলা কমিশনের সঙ্গে যুক্ত রেখা। তাঁকে নিয়ে বিতর্কও কম হয়নি। বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ, রেখা শর্মা কাজ করেন বিজেপির ইশারায়। তাঁর আমলে মহিলা কমিশনের নিরপেক্ষতা লঙ্ঘিত হয়েছে। কেন্দ্রের শাসকদলের ইশারায় বিরোধী শাসিত রাজ্যে একাধিক ঘটনা নিয়ে বিতর্কিত রিপোর্ট দিয়েছেন তিনি। এমনকী একাধিক বিরোধী দলের নেতানেত্রীর বিরুদ্ধে মামলাও করেছে জাতীয় মহিলা কমিশন। বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অত্যাচার নিয়ে তিনি উদাসীন ছিলেন বলে বারেবারেই অভিযোগ উঠেছে। বিশেষত, মণিপুরে নারী নির্যাতন নিয়ে মুখ বন্ধ রাখায় তাঁকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#NCW, #National Commission for Women, #Rekha Sharma, #Resignation

আরো দেখুন