← খেলা বিভাগে ফিরে যান
আন্তর্জাতিক ক্রীড়া আদালতে গৃহীত ভিনেশ আবেদন, আজ বিকেল সাড়ে পাঁচটায় শুনানি
আশা ছাড়েননি ভিনেশ ফোগত। প্যারিস অলিম্পিক্স থেকে বাতিল হওয়ার পরে রুপো জেতার দাবিতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অভিযোগ করেছেন তিনি। তাঁর আবেদন গৃহীত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় অনুযায়ী সকাল ১০টা থেকে শুনানি শুরু হওয়ার কথা ছিল। জানা যাচ্ছে, শুনানি পিছিয়ে গিয়েছে। শুনানি শুরু হবে স্থানীয় সময় অনুযায়ী দুপুর দুটোয়। (ভারতীয় সময় অনুযায়ী সাড়ে পাঁচটা)