রাজ্য বিভাগে ফিরে যান

মহিষমর্দিনী মাতার পুজোয় মেতে উঠল কালনা

August 12, 2024 | < 1 min read

কালনা শহরের প্রাচীন মহিষমর্দিনী মাতার পুজোয় ভক্তদের ঢল নামল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কালনা শহরের প্রাচীন মহিষমর্দিনী মাতার পুজোয় ভক্তদের ঢল নামল। রবিবার সপ্তমীর পুজোয় হাজার হাজার ভক্ত জড়ো হন। ভোর থেকেই ভক্তরা লাইন দিয়ে দেবীর পুজো দেন। নবনির্মিত প্রসাদ ভবনে কয়েকহাজার মানুষ দুপুরের প্রসাদ গ্রহণ করেন।

নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। বিভিন্ন ফেরিঘাটে নজরদারি ছিল। দুপুরের পর থেকে শহরের কয়েকটি রাস্তায় নো-এন্ট্রি রাখা হয়। ৩০টির বেশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুজোর জায়গা এবং মেলা চত্বরে নজরদারি চলে। স্বাস্থ্যশিবির, দমকলের বিশেষ শিবির ও পুলিশ সহায়তা ক্যাম্প ছিল।

রীতি মেনে পুজোর সঙ্গে সঙ্গে ঢাংয়ের পুতুল নাচ, যাত্রাপালার আয়োজন করা হয়েছিল। বিশাল এলাকাজুড়ে মেলা বসেছিল। পুজোকে কেন্দ্র করে বসা মেলায় নাগরদোলা-সহ হরেকরকম দোকান রয়েছে। ৪০ ফুট উচ্চতার প্রাচীন লোহার নহবৎখানার সানাইয়ের সুর ও আলোর রোশনাইয়ে পুজো প্রাঙ্গণজুড়ে ছিল উৎসবের আমেজ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kalna, #Goddess Mahishmardini, #West Bengal

আরো দেখুন