খেলা বিভাগে ফিরে যান

AFC চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হার ইস্টবেঙ্গলের

August 14, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে অলটিন আসির বিরুদ্ধেও হারের মুখ দেখল লাল-হলুদ। ২-৩ ব্যবধানে হারল ইস্টবেঙ্গল। ম্যাচের সাত মিনিটের মধ্যে বল জালে জড়িয়ে দেয় ইস্ট বেঙ্গল। গোল করেন ডেভিড। ১৭ মিনিটে অলটিন আসির হয়ে সমতা ফেরান মিরাত আনায়েভ। ২৭ মিনিটে ফ্রি কিক থেকে দলকে এগিয়ে দেন অলটিনের নুরমিরাদভ সেলিম। ৫২ মিনিটে অলটিনকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন মিহাইল টিতোভ।

৫৯ মিনিটে সাউল ক্রেসপোর গোলে ব্যবধান কমায় ইস্টবেঙ্গল। হারের ফলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর মূল পর্বের মূলপর্বে যেতে পারল না ইস্টবেঙ্গল। যদিও এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে ইস্টবেঙ্গল।

TwitterFacebookWhatsAppEmailShare

#AFC, #Afc champions league, #East Bengal

আরো দেখুন