রাজ্য বিভাগে ফিরে যান

AI ব্যবহার করে FAKE ভিডিও তৈরি করা হচ্ছে RG Kar নিয়ে: মুখ্যমন্ত্রী

August 15, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: RG Kar নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবহার করে FAKE ভিডিও তৈরি করে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে সমাজমাধ্যমে। বুধবার রাতে আরজি কর হাসপাতালে যে হামলার ঘটনা ঘটেছে, সেই প্রসঙ্গে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবসের চা-চক্রে রাজভবনে গিয়েছিলেন । সেখান থেকে বেরিয়েই আরজি করে হামলা প্রসঙ্গে বলেন হামলার জন্য সিপিএম, বিজেপির মতো বিরোধী দলগুলি। মুখ্যমন্ত্রী এদিন সাধারণ মানুষের কাছে অনুরোধ করেছেন, FAKE ভিডিও যাতে কেউ বিশ্বাস না করেন।

মমতা বলেন, ‘‘এটা ছাত্রছাত্রীরা করেনি। আমি ওদের দোষ দিচ্ছি না। কিছু বহিরাগত রাজনৈতিক লোক, বাংলায় অশান্তি করতে চান। বাম এবং রাম একত্রিত হয়ে এই কাজ করেছেন। তাঁরা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। তাঁরা কেউ শান্তি চান না। আন্দোলনে যাঁরা জাতীয় পতাকা নিয়ে গিয়েছিলেন, তাঁরা বিজেপি। এ ছাড়া, ডিওয়াইএফআইয়ের পতাকাও দেখা গিয়েছে।’’

FAKE ভিডিও নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এআই দিয়ে আজকাল অনেক কিছু করা যায়। যে কোনও ছবিতে বা ভিডিয়োতে যে কোনও মুখ বসিয়ে দেওয়া যায়। অডিয়ো তৈরি করা যায়। এখানেও তা-ই হচ্ছে। আমি অনেক ভিডিয়ো দেখছি। সব ভুয়ো। মিথ্যা প্রচার করে ভিউ বৃদ্ধি করা এখন একটা ব্যবসায় পরিণত হয়েছে। পুলিশ এর দিকে কড়া নজর রাখবে। নীতি আয়োগে বৈঠকেও প্রধানমন্ত্রী সাইবার ক্রাইম নিয়ে কথা বলেছিলেন। এ বিষয়ে আমি ওঁর সঙ্গে আমি একমত।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Fake Video, #Rg kar, #RG Kar Incident, #Mamata Banerjee

আরো দেখুন